ঈদের জামা হয়নি, মালদায় অভিমানে আত্মঘাতী কিশোরী
时间:2023-10-02 15:25:58 出处:आईएलपी 2023阅读(143)
এমনিতেই করোনা পরিস্থিতিতে উৎসবে প্রতিবন্ধকতা রয়েছে হাজার রকম। তবু বছরকার উৎসবের প্রস্তুতি নিচ্ছিল মালদার প্রান্তিক পরিবার। কিন্তু এভাবে তাঁদের জীবনে ঈদে বিসর্জনের বাজনা বাজবে তা বোধহয় জীবনেও কল্পনা করেননি তাঁরা।খুশির ইদে বাবার কাছে নতুন জামা চেয়েছিল দশ বছরের এক রত্তিমেয়ে। যদিও কাজ কর্ম হারিয়ে পরিস্থিতি তেমন ভালো ছিল না পরিবারের।আংশিক লকডাউনে তেমন কাজ ছিল না বাবার। তবুও মেয়ের আবদারে তাকে না করতে পারেননি। বলেছিলেন,ঈদেরজামাহয়নিমালদায়অভিমানেআত্মঘাতীকিশোরী ঈদের সকালেতাকে নতুন জামা কিনে দেবেন। কিন্তু মেয়ের বায়না আগেই দিতে হবে। বাবা চেষ্টা করলেও পারেননি।তর সয়নি মেয়ের।বছর দশের অবুঝ কিশোরী চিরতরে মা বাবাকে কাঁদিয়ে রওনা দিল চিরঘুমের দেশে। হতবাক বাবা-মাকে হতবুদ্ধি করে দিয়ে।দশ বছরের মেয়েকেবাড়ির সিলিংয়ের বাঁশের সঙ্গেগলায় ওড়নার ফাঁস লাগিয়ে ঝুলতে দেখে সংজ্ঞাহীন হয়ে পড়ছেন ওই দম্পতি। শুধু জামা কিনে দিতে দেরি হওয়ায় মেয়েআত্মহত্যা করবে এটাই মেনে নিতে পারছেন না তাঁরা।বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে, মালদার কালিয়াচক থানার জালালপুর অঞ্চলের ফুলবাগ এলাকায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে,মৃত নাবালিকার নাম ইস্মাতুন খাতুন।সে স্থানীয় প্রাথমিক স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্রী ছিল।বাড়ির লোকেরা বিষয়টি দেখতে পেয়ে তড়িঘড়ি অবস্থায় সুজাপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকরা মালদা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে। এদিকে ওই নাবালিকার কে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পরিবারের লোকেরা নিয়ে আসার পর কিছুক্ষণ চিকিৎসা চলার পর রাতেই তার মৃত্যু ঘটে।এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমেছে। খুশির ঈদে পরিবারের লোকেরা মায়ের মৃত্যুতে শোকাহত। মৃতদেহ শুক্রবার ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে মৃতদেহ ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে।
分享到:
上一篇:मेरी कहानी 4
温馨提示:以上内容和图片整理于网络,仅供参考,希望对您有帮助!如有侵权行为请联系删除!
猜你喜欢
- मस्त छमिया शीला-2
- Uniform civil code: मुस्लिम पर्सनल लॉ बोर्ड ने यूनिफॉर्म सिविल कोड को किया खारिज, बताया असंवैधानिक
- Lata Mangeshkar के जाने से Pakistan में भी पसरा मातम, गम में डूबी आवाम, सेलेब्स की आंखें नम
- UP: बागपत कोर्ट में लव जिहाद के नाम पर दंपति के साथ मारपीट
- वो सात दिन-2
- बेटा बना जल्लाद: कुल्हाड़ी से बुजुर्ग मां को काटा फिर लगा दी आग...पकड़ा गया कलयुगी बेटा
- তৃণমূল গরুপাচারে যুক্ত, বিএসএফ-এর শক্তিবৃদ্ধিতে তাঁদের ঘুম উড়েছে : রাজু বিস্তা
- कोई मुझे बिहार में घुसने से रोक कर दिखाए: गिरिराज सिंह
- लच्छेदार झांटों वाली-2