当前位置:
Lord Shiva Maha Mrityunjaya Mantra: কঠিন সময়ে বিপদমুক্ত করবে মহাদেবের মহা মৃত্যুঞ্জয় মন্ত্র! জানুন নিয়মকানুন
时间:2023-10-02 15:35:50 出处:इंडिया सेक्स阅读(143)
সব মিলিয়েখুব অশান্ত চারিদিক।এই পরিস্থিতি থেকে কিছুটা শান্তি পেতে,কঠিনসময়েবিপদমুক্তকরবেমহাদেবেরমহামৃত্যুঞ্জয়মন্ত্রজানুননিয়মকানুন সোমবার (Monday) করেমন্ত্রোচ্চারণ করুন মনের শান্তির পাশাপাশি বিপদমুক্ত হবেন আপনি।মনে করা হয় সোমবার দেবাদিদেব মহাদেবের দিন। তাই এদিন মহাদেবের পুজো করেন তাঁর অগণিত ভক্তেরা।সোমবার করে হয় বিশেষ পুজো। অনেকে আবার এই দিন উপবাসে করে শিবের মাথায় জল ঢেলে, পায়ে ফুল- বেলপাতা দেন। বহু বাড়িতে সোমবার নিরামিষ খাওয়ার চলও আছে। প্রতি সোমবার ভক্তি মনে মহাদেবের পায়ে ফুল, বেলপাতা অর্পণ করে আরতি করলে জীবনে কোনওরকম বিপদ-আপদ আসবে না৷ সেই সঙ্গে মন্ত্রোচ্চারণ করুন। এই মন্ত্র শিবের একাধিক মন্ত্রেরমধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ।ওঁ ত্রম্বকং য্জামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম্ ।উর্বারূপমিব বন্ধনান মৃতৌমোক্ষীয় মামৃতাত !!মৃত্যুকে জয় করার মন্ত্র হল মৃত্যুঞ্জয় মন্ত্র। পুরাণমতে মৃকান্দা ঋষির মাত্র ১২ বছর বয়সী পুত্রকে যমরাজ নিয়ে যেতে এসেছিলেন। কিন্তু তখন ওই ঋষি পুত্র বালক মার্কণ্ড মৃত্যুঞ্জয় মন্ত্র জপ করছিল। তখন যমরাজ বুঝতে পারেন যে এই মন্ত্রের উপেক্ষা করে তিনি যদি ওই ঋষি পুত্রকে নিয়ে যান, তাহলে তাঁকে মহাকালের রোষানলে পড়তে হবে। মতে মৃত্যুও মহা মৃত্যুঞ্জয় মন্ত্রকে ভয় পায়।পুরাণ মতে, একবার যমরাজ, মৃকান্দা ঋষির মাত্র ১২ বছর বয়সী পুত্রকে নিয়ে যেতে এসেছিলেন। কিন্তু তখন সেই বালক মৃত্যুঞ্জয় মন্ত্র জপ করে। তখন যমরাজ এই মন্ত্র উপেক্ষা করে ঋষি পুত্রকে নিয়ে জতে পারেননি। কারণ তিনি জানতেন, নয়তো তাঁকে মহাকালের রোষানলে পড়তে হবে। বালক মার্কণ্ড নিজের প্রাণের ভয়ে মৃত্যুঞ্জয় মন্ত্রের রচনা করেছিলেন। এরপর মহাকালের আশির্বাদে সে নতুন জীবন পায়। আর এইভাবেই শুরু হয় মৃত্যুঞ্জয় মন্ত্র।শাস্ত্র মতে, সপ্তাহের শুরুর দিন অর্থাৎ সোমবার এই মন্ত্র জপ করলে, মহাদেব সন্তুষ্ট হন এবং জরা ব্যাধি থাকে না। এই মন্ত্র ১০৮ বার পাঠ করতে হয়। বেলপাতা, ধুতুরা, আকন্দ, অপরাজিতা, কলকে প্রভৃতি ফুল শিবের প্রিয় বলে জানা যায়। তবে মহাদেব বেলপাতাতেই সবচেয়ে বেশি তুষ্ট হন।তাই যে কোনও একটি দিয়ে নিষ্ঠা করে পুজো করলেও সন্তুষ্ট হন ভোলেনাথ।
分享到:
温馨提示:以上内容和图片整理于网络,仅供参考,希望对您有帮助!如有侵权行为请联系删除!
猜你喜欢
- गणित का ट्यूशन-2
- Soil Health Card Scheme: मृदा स्वास्थ्य कार्ड योजना से किसान कर सकते हैं अच्छी फसल की खेती, जानें कैसे मिलेगा लाभ
- Coronavirus updates: कोरोना से देश में 24 घंटे में 94 मौतें, 14 मई के बाद पहली बार 100 के नीचे आंकड़ा
- यूक्रेन और रूस युद्ध के कगार पर? जानें क्या है दशकों पुराना विवाद?
- मौसी के साथ मस्ती की
- Asia Cup 2023: এশিয়া কাপ খেলতে পাকিস্তান যাচ্ছে টিম ইন্ডিয়া? বাড়ছে জল্পনা
- यूपीः ग्रेटर नोएडा के 3 और गांव बनेंगे 'स्मार्ट विलेज', अथॉरिटी ने जारी किए टेंडर
- एवरेस्ट पर जाने वालों को राह दिखाती हैं रास्ते में पड़ीं 300 से ज्यादा लाशें
- एक सच्चा हादसा: वो कौन थी-2