বাজার বিকোচ্ছে নকল দার্জিলিং চা, আসল-নকলের ফারাক বোঝে না কেউ
时间:2023-10-02 17:12:36 出处:आज गर्मी कितनी है阅读(143)
বাঙালির চা ছাড়া সকাল-বিকেল কাটে না। কাজ করতে গিয়ে ক্লান্ত অথবা মাঝরাতে কাজ করতে গিয়ে ঘুম তাড়াতে হলে চাকরি চাই। আর তা যদি হয় ধোঁয়া ওঠা গরম দার্জিলিংয়ের চা,বাজারবিকোচ্ছেনকলদার্জিলিংচাআসলনকলেরফারাকবোঝেনাকেউ তাহলে আর কোনও কথাই নেই। তাইতো বাজার ঘুরে দোকান থেকে পরখ করে দার্জিলিংয়ের চা নিয়ে এসে তবেই আমরা শান্তি পাই। আয়েসে গলা ভেজাই।কিন্তু যেটা দার্জিলিংয়ের বলে বাজার থেকে নিয়ে আসছেন তা আদৌ দার্জিলিংয়ের চা কি না! তা কি আপনি জানেন? আপনি-আমি কেউই জানেন না।কারণ দার্জিলিংয়ের চা বলে এ রাজ্যের বাজারে ঢুকে গিয়েছে নকল দার্জিলিং চা। তা হলো আসলে নেপালের চা।লম্বা লম্বা পাতা। গন্ধ খানিকটা কম হলেও দার্জিলিং চা এর মতোই। কিন্তু স্বাদদার্জিলিং চা-এরধারে কাছেও নেই। আসল দার্জিলিং চা কোনওদিন হয়তো খাননি। বা খেলেও এত আগে খেয়েছেন যে ফের নতুন করে সেই স্বাদ খুঁজতে গিয়ে নেপালের চায়েই মৌতাত করেছেন।ফলে হয়তো দার্জিলিংয়ের চা খাওয়াই হয়নি আপনার।আসল দার্জিলিং চায়ের পাতারদাম তুলনামূলক বেশি। পাশাপাশি তার স্বাদ-গন্ধ অনেক তীব্র এবং উঁচুমানের। কিন্তু অভিজ্ঞতা না থাকায় নেপালে নিম্নমানের চাই আমরা দার্জিলিং চা বলে আয়েশ করে খেয়ে যাচ্ছি। নিম্নমানের চা দাম কম, অথচ বেশি দাম দিয়ে আমরা সেটাকে নিয়ে আসছি।পকেটের পয়সা খরচ করে নকল চা খেতে বাধ্য হচ্ছেন আপনি। কারণদার্জিলিং চা কেউ চেনেনই না। যাঁরা চেনেন, তাঁরাবাজারের দোকান থেকে চা কেনেন না। ফলে সাধারণ মানুষ বাধ্য হয়ে কম দামের নকল চা বেশিদামে কিনে বাড়ি নিয়ে যান।এ বিষয়টিসকলেরই জানা রয়েছে। যেমন দার্জিলিং চায়েরবদনাম হচ্ছে, তেমনইতাদের অর্থনৈতিক একটা বড় ক্ষতি হচ্ছে। প্রকৃত দার্জিলিং চায়ের উৎপাদক-মালিকরাও ভেজাল দার্জিলিং চা বিক্রি হয় আসল চায়ের দাম পাচ্ছেন না দার্জিলিং চা এর উৎপাদকরা।কেন্দ্রীয় টি বোর্ডএকটি তথ্য সরবরাহ করেছে। প্রায় ৪০ মিলিয়ন কেজি নকল চা গত কয়েক বছরে নেপাল থেকে দার্জিলিং বাজারে ঢুকেছে। এ বিষয়ে কেন্দ্রীয় কড়াকড়িআইন থাকলেও, সেই আইন প্রয়োগ করার মত লোকের অভাবে আম বাঙালি ঝামেলায় পড়ছে।বিষয়টি নজরে রয়েছেন রাজ্য সরকারের। কিছুদিন আগেই শ্রমমন্ত্রী বেচারাম মান্না বিষয়টি গুরুতর সমস্যা হিসেবে চিহ্নিত করে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন। সম্প্রতি উত্তরবঙ্গ সফরে এসে এই বিষয় নিয়ে উৎপাদকদের সতর্ক করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সমস্য়ার নিষ্পত্তি করতেসরাসরি হস্তক্ষেপ দাবি করেছেন তিনি। এই চায়ের গুণাগুণযাচাই করার প্রক্রিয়া চালু করা হবে বলে জানা গিয়েছে। তবে এখন পর্যন্ত তা নিয়ে কোনও রকম পদক্ষেপ নজরে পড়েনি।তবে নেপালেরনিম্নমানের চাশরীরের পক্ষে কতটা ক্ষতিকর তা নিয়ে পরিষ্কার কোনওতথ্য নেই কারওকাছে। তবে এটা যে পরিষ্কার প্রতারণা, তা স্বীকার করেছেন সকলেই। চা উৎপাদকরা ইতিমধ্যেই হতাশা প্রকাশ করে রাজ্য সরকারের কাছে দাবিকরেছেন। জানানো হয়েছে টি বোর্ডেও।
分享到:
温馨提示:以上内容和图片整理于网络,仅供参考,希望对您有帮助!如有侵权行为请联系删除!
猜你喜欢
- सर्दियों में छुट्टियाँ
- 'थप्पड़ से नहीं, बीवी के सरप्राइज से डर लगता है': बर्थडे पर अरेस्ट होने वाले Youtuber गौरव तनेजा
- आमिर की सीक्रेट सुपरस्टार का खुलासा, whatsapp पर दिया था ऑडिशन
- Rampur seat result: रामपुर के दंगल में सपा को दी मात, कौन हैं आजम के गढ़ में कमल खिलाने वाले घनश्याम सिंह लोधी?
- स्पर्म थैरेपी-4
- ये हैं जंग बहादुर सिंह, 102 साल की उम्र के गायक, गुमनामी में बीती जिंदगी, अब मिल रहा नाम
- T20 WC: ऑस्ट्रेलिया ने कैसे जीता पहला टी20 वर्ल्ड कप, जानें इतिहास रचने की पूरी कहानी
- अक्षय कुमार ने फैन्स को दिया 'गोल्ड बिन चैलेंज', वीडियो वायरल
- आवारगी-4