欢迎来到घोड़े का सेक्सी वीडियो

घोड़े का सेक्सी वीडियो

TRP: নম্বর কমল 'মিঠাই', 'গাঁটছড়া'-র! চমক দিয়ে দারুণ স্কোর করল 'গৌরী এলো'

时间:2023-10-01 12:09:06 出处:ब्रेकिंग न्यूज़ हिंदी live阅读(143)

Bengali Serial BARC TRP List: বৃহস্পতিবার মানেই । সামনে এসেছে বাংলা ধারাবাহিকের (Bangla Serial)গত সপ্তাহের মার্কশিট। কোন ধারাবাহিক কেমন স্কোর করেছে ,নম্বরকমলমিঠাইগাঁটছড়ারচমকদিয়েদারুণস্কোরকরলগৌরীএলো বা বলা ভাল ফলাফল জানার উপায় টিআরপি। দেখে নিন আপনার প্রিয় ধারাবাহিক কোন স্থানে রয়েছে এবার।নম্বর কমেছে তবু । ফের দর্শকেরা আপন করে নিলেন মনোহরার সদস্যদের। 'মিঠাই'-র ঝুলিতে এসেছে ৭.৮ রেটিং পয়েন্ট। চমক দিয়ে এবার দ্বিতীয় স্থানে উঠে এসেছে 'গৌরী এলো'(Gouri Elo)। দ্বিতীয় স্থানেই রয়েছে 'গাঁটছড়া'(Gantchhora)। দুই মেগার প্রাপ্তি ৭.৩। তৃতীয় স্থানে উঠে এসেছে 'ধুলোকণা'(Dhulokona), পেয়েছে ৭.২ রেটিং পয়েন্ট। নম্বর কমে চতুর্থ স্থানে 'মন ফাগুন' (Mon Phagun), পেয়েছে ৭.০। পঞ্চমে 'আলতা ফড়িং'(Aalta Phoring)-র প্রাপ্তি ৬.৮।ষষ্ঠ স্থান বহাল 'লক্ষ্মী কাকিমা সুপারস্টার'(Lokkhi Kakima Superstar)-র। ঝুলিতে এসেছে ৬.২ পয়েন্ট। সপ্তম স্থানেই রয়েছে 'উমা' (Uma),পেয়েছে ৬.০। অষ্টমে 'আমাদের এই পথ যদি না শেষ হয়' (Amader Ei Poth Jodi Na Sesh Hoy) পেয়েছে ৫.৭। যৌথ নবম স্থানে রয়েছে 'খেলনা বাড়ি' (Khelna Bari) ও 'অনুরাগের ছোঁয়া' (Anurager Chhowa)। দুই মেগাই পেয়েছে ৫.৫ নম্বর। অন্যদিকে এবারও দশম স্থানে 'লালকুঠি' (Lalkuthi)। এই ধারাবাহিকের ঝুলিতে এসেছে পেয়েছে ৫.৪। * প্রথম- মিঠাই (৭.৮)* দ্বিতীয়- গাঁটছড়া (৭.৩)* দ্বিতীয়- গৌরী এলো (৭.৩)* তৃতীয় - ধুলোকণা (৭.২)* চতুর্থ- মন ফাগুন (৭.০)* পঞ্চম- আলতা ফড়িং (৬.৮)* ষষ্ঠ-লক্ষ্মী কাকিমা সুপারস্টার (৬.২)* সপ্তম- উমা (৬.০)* অষ্টম- আমাদের এই পথ যদি না শেষ হয় (৫.৭)* নবম- খেলনা বাড়ি (৫.৫)* নবম- অনুরাগের ছোঁয়া (৫.৫)* দশম- লালকুঠি (৫.৪)নতুন ধারাবাহিকগুলির মধ্যে তুলনামূলক ভাল ফল 'লালকুঠির' ও 'খেলনা বাটি'-র। তবে 'বৌউমা একঘর' ও 'গোধূলি আলাপ' এবারও রেটিং চার্টের প্রথম দশে স্থান পায়নি।দর্শকদের মনোরঞ্জন করার জন্য, প্রতিটা গল্পে আসছে নতুন নতুন ট্যুইস্ট। আসছে আরও বেশ কয়েকটি মেগা। এমনকি বারবার পরিবর্তন হচ্ছে সম্প্রচারের সময়। তাই টিআরপি -র লড়াইয়ে কে এগিয়ে থাকে তা বোঝা যাবে আগামী কয়েকদিনের রেটিং চার্ট দেখে।

分享到:

温馨提示:以上内容和图片整理于网络,仅供参考,希望对您有帮助!如有侵权行为请联系删除!

友情链接: