设为首页 - 加入收藏  
您的当前位置:首页 >वैभव अरोड़ा >বিয়ের ৩০ বছর পর ডিভোর্স, দুই মেয়ে কোথায়? পুতিনের ব্যক্তিগত জীবন রহস্যে ভরা 正文

বিয়ের ৩০ বছর পর ডিভোর্স, দুই মেয়ে কোথায়? পুতিনের ব্যক্তিগত জীবন রহস্যে ভরা

来源:घोड़े का सेक्सी वीडियो编辑:वैभव अरोड़ा时间:2023-10-02 07:06:02
রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন সব সময় কোনও না কোনও কারণেচর্চার মধ্যে থাকেন। কখনওলাকজারি লাইফস্টাইলের কারণে,বিয়ের৩০বছরপরডিভোর্সদুইমেয়েকোথায়পুতিনেরব্যক্তিগতজীবনরহস্যেভরা কখনওনিজের শখের কারণে তো কখনওতার বাড়ির লিক হয়ে যাওয়া ফটোর কারণে। পুতিনের বিষয়ে অনেকে বলেন যে তিনি তার ফ্যামিলিরবিষয়ে খুব কম লোকের জানা রয়েছে। বলা হয় যে তার নিজের ফ্যামিলির তথ্য তিনি গোপন রাখেন।কিছু সময় আগে রাশিয়ার রাষ্ট্রপতি পুতিনের করোনা ভ্যাকসিনেশনের সময় নিজের মেয়ের বিষয়ে কথা বলেছিলেন, যে তাঁর মেয়ে ভ্যাকসিন নিয়েছে। এছাড়া পুতিনকখনওনিজের মেয়েদের সম্পর্কে বিশেষ কিছু বলেন না। তাঁদের পরিচয় সামনে আনেন না। তিনি শুধুমাত্র এটা বলেছেন বলে শোনা গিয়েছে যে আমার দুই মেয়ে রয়েছে। তাঁর ফ্যামিলিসব সময় স্পটলাইট থেকে দূরে থাকে। আজ আমরা তাঁর ফ্যামিলি নিয়ে কথা বলবো।পুতিনের সঙ্গে তার প্রথম স্ত্রীর ডিভোর্স হয়ে গিয়েছে। এটি ঘোষণা পুতিন একটিটিভি চ্যানেলে করেছিলেন। পুতিনের প্রাক্তন পত্নীর নাম ল্যুডমিলা। তিনি এয়ার হোস্টেসেরচাকরি করতেন। তখন সেটি অত্যন্ত উঁচু দরের চাকরি বলে পরিগণিত হতো। ১৯৮০ সালে শুরুতে দুজনের পরিচয় হয় থিয়েটারে। দুজনে একটি কমন ফ্রেন্ড এর আমন্ত্রণে সেখানে হাজির হয়েছিলেন। তারপর তাঁরাবন্ধুত্বে জড়িয়ে পড়েন। নিউজ পেপারের খবর অনুযায়ী ২৮ জুলাই ১৯৭৩ সালে পুতিন এবং তাঁর প্রাক্তন পত্নীর ল্যুডমিলার ছবিসামনে আসে। নিজের বিয়ের প্রায় ৩০ বছর পর অর্থাৎ ২০১৩ সালে স্ত্রীর সঙ্গে আলাদা হওয়ার কথা ঘোষণা করেন। যদিও এখনও এটি সম্পূর্ণভাবে স্পষ্ট নয় যে কোন বছর তাঁদের বিয়েহয়েছিল।বিজনেস ইনসাইডারের খবর অনুযায়ী রাশিয়ার রাষ্ট্রপতি পুতিন এবং ল্যুডমিলারদুই মেয়ে রয়েছে। যার নাম মারিয়া ভারতসোভা এবং ক্যাটরিনা তিকোনোভা। এই রিপোর্টে বলা হয়েছে যে মারিয়া ভারতসোভার জন্ম ১৯৮৫ সালে লেনিনগ্রাদেহয়েছে এবং তার এক বছর পর ক্যাটরিনা ১৯৮৬ সালে জন্মগ্রহণ করেনজার্মানিতে। মেয়ের নাম ঠাকুরমার নামে রাখা হয়েছিল। মারিয়ার ডাকনাম মাশা এবং ক্যাটরিনা ডাকনাম কাট্যা।১৯৯৬সালে পুটিন নিজের পরিবারের সঙ্গে মস্কো চলে গিয়েছিলেন। সেখানে তিনিভারতসোভা এবং ক্যাটরিনাকেজার্মান ভাষা স্কুলে পড়াশোনা করিয়েছেন। যদিও কথিত ভাবে জানা গিয়েছে পুতিনের কার্যবাহক রাষ্ট্রপতি হওয়ার পর ১৯৯৯ সালে তাঁর মেয়েদেরস্কুল থেকে নাম কেটে দেওয়া হয় এবং তারপর ঘরের থেকেই পড়াশোনা শুরু করেন।বিজনেস ইনসাইডারের খবর অনুযায়ী প্রতিনিয়ত দুই মেয়ের নাম বদলে ফেক আইডেন্টিটি সঙ্গে কলেজে এডমিশন নেওয়ানো হয়। ভারতসোভা প্রথমে জীববিজ্ঞান এবং পরে মেডিসিনের পড়াশোনা করেছেন সঙ্গে ক্যাটরিনাএশিয়ান স্টাডিজ পড়াশোনা করেন।বলা হয় যে ভারতসোভা মস্কো মেডিকেল রিসার্চার এবং তার বিয়েজোরিত ফাঁসের সঙ্গে হয়েছে। শোনা গিয়েছে যে দুজনের একটি বাচ্চাওরয়েছে। ক্যাটরিনাফিজিক্সে এবং গণিতে মাস্টার ডিগ্রি নেন এবং সঙ্গে অ্যাক্রোবেটিক rock-n-roll ডান্সার হিসেবেও নাম করেন। তিনি মস্কো স্টেট ইউনিভার্সিটির আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইনস্টিটিউটের হেড বলে শোনা গিয়েছে।২০১৩ সালের রাশিয়ার কোটিপতি ব্যবসায়ীর সঙ্গে বিয়ে করেন এতে পাঁচ বছর পর দু'জনের ডিভোর্স হয়ে যায়।

相关文章:

相关推荐:

热门文章

0.4149s , 14270.0078125 kb

Copyright © 2023 Powered by বিয়ের ৩০ বছর পর ডিভোর্স, দুই মেয়ে কোথায়? পুতিনের ব্যক্তিগত জীবন রহস্যে ভরা,घोड़े का सेक्सी वीडियो  

sitemap

Top